রাজ্যের খবর

আইআইটি ছাত্ৰীর আত্মহত্যা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ আইআইটি গুয়াহাটির প্ৰথম সেমিস্টারের ছাত্ৰী নাগেশ্বরী এসসি বুধবার কলেজের হোস্টেলে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ সূত্ৰ জানাচ্ছে প্ৰতিষ্ঠানের একটি কক্ষে নাগেশ্বরী সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। সূত্ৰটি আরও বলেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিঙের ছাত্ৰীটি কলেজ চত্বরে থাকা ধনশিরি হোস্টেলে নিজের রুমেই গলায় দড়ি দেয়। নাগেশ্বরীর রুমমেট ক্লাস সেরে নিজের কক্ষে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে জানান। কলেজ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পরে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মেধাবী এই ছাত্ৰীটি কর্নাটকের।