রাজ্যের খবর

কোকরাঝাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ব্যক্তির মৃত্যু

Sentinel Digital Desk

কোকরাঝাড়ঃ কোকরাঝাড় জেলায় মঙ্গলবার সন্ধ্যায় দুটি পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গ্ৰামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কোকরাঝাড় জেলার ১৪নং বিষমুরি গ্ৰামে দুজন বিদ্যুৎ কর্মী লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই দুজন বিদ্যুৎ কর্মী সাব-কন্ট্ৰাকটর সমর বসুমতারির অধীনে গত পাঁচ বছর ধরে কাজ করছিলেন।বিদ্যুৎ কর্মী দুজন বিষমুরি এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। গ্ৰামে নতুন ফেজ সংযোগের কাজে ব্যস্ত থাকার সময় হঠাৎই ওই লাইনে বিদ্যুৎ প্ৰবাহিত হওয়ায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত দুজনকে সমখের বসুমতারি(২৫)এবং রাজু বসুমতারি(২০)নামে শনাক্ত করা হয়েছে। এরা দুজনেই কোকরাঝাড় জেলার সামকাগুড়ি গ্ৰামের বাসিন্দা। নিহত সমখের-এর শ্বশুর নিরেন নার্জারি সাংবাদিকদের বলেন,ইলেক্ট্ৰিসিটি বিভাগ ও ঠিকাদারের গাফিলতির জন্যই দুই যুবককে প্ৰাণ হারাতে হলো। এই দুর্ঘটনার জন্য বিদ্যুৎবিভাগ ও ঠিকাদারকে দায়িত্ব নেওয়ার দাবি জানান তিনি। ঘটনা সংক্ৰান্তে কোকরাঝাড় এএসইবি-র বিরুদ্ধে একটি এফআইআর দাখিল করা হয়েছে।

অন্য এক ঘটনায় দুরামারির জাওলিয়া পাড়ায় জনৈক বিলাল আলি শেখ-এর স্ত্ৰী অঞ্জনা(২২)মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।