রাজ্যের খবর

ক্যাব নিয়ে তৃণমূল স্তরে সচেতনতা সৃষ্টি করতে পারেনি কংগ্ৰেসঃ তরুণ গগৈ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)নিয়ে রাজ্যে তৃণমূল স্তরে সচেতনতা গড়ে তুলতে কংগ্ৰেস ব্যর্থ হয়েছে। রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ স্বয়ং একথা স্বীকার করে বলেন,দল স্থানীয় কোনও গোষ্ঠী অথবা সংগঠনের সঙ্গে তৃণমূল স্তরে ক্যাব নিয়ে সচেতনতা বোধ গড়ে তুলতে পারেনি। ক্যাব নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন হওয়া সত্ত্বেও গ্ৰামাঞ্চলের অধিকাংশ মানুষের এসম্পর্কে কোনও ধারণাই নেই। রাজ্যে মাত্ৰ একটা শ্ৰেণি ক্যাব সম্পর্কে সচেতন রয়েছেন-বলেন গগৈ।

ক্যাব রূপায়ণের পরই এনআরসি প্ৰক্ৰিয়া সম্পূর্ণ করতে বিজেপির রাষ্ট্ৰীয় সভাপতি অমিত শাহর মন্তব্যের সমালোচনা করেছেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী। গগৈ বলেন,শাহর ওই মন্তব্য অগণতান্ত্ৰিক এবং দায়িত্বজ্ঞানহীন। ক্যাবের প্ৰতিবাদে রাজ্যে ব্যাপক আন্দোলন হয়েছে। তাই এখন এই বিষয়টি অসমের মর্যাদায় প্ৰশ্ন-দাবি করেন গগৈ। উত্তর পূর্বের মানুষকে অবমাননা করায় শাহর নিন্দা করেন তিনি। বলেন,এই অঞ্চলের মানুষের ভাবাবেগ নিয়ে খেলছেন শাহ।

বর্তমান সোনোয়াল সরকারকে অসমের ইতিহাসে একটা দুর্নীতিগ্ৰস্ত সরকার বলে অভিহিত করেন গগৈ। ‘এই সরকারের আমলে দুর্নীতি ও সিন্ডিকেট রাজ চাড়া দিয়েছে। শুধু মুখ্যমন্ত্ৰীই নন,তাঁর অধীনস্থ মন্ত্ৰী ও তাদের বিভাগগুলি দুর্নীতির আখড়ায়ে পরিণত হয়েছে’। কোটি টাকার এপিএসসি কেলেংকারির খলনায়ক রাকেশ পালের ভাইকে সরকার কেন গ্ৰেপ্তার করতে পারলো না-প্ৰশ্ন তোলেন গগৈ। তিনি বলেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্ৰেস রাজ্যে ৮টি আসন জিতবে।