রাজ্যের খবর

খৈরাবাড়িতে বাথৌ থানশালির উদ্বোধন করলেন হাগ্ৰামা

Sentinel Digital Desk

মঙ্গলদৈঃ বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারি ওদালগুড়ি জেলার খৈরাবাড়ির কাছে চিনাকোনা গ্ৰামে নির্মিত হিরিম্বা বাথৌ থানশালি অথবা হিরিম্বা বাথৌ মন্দিরটি বাথৌ ধর্মাবলম্বীদের উদ্দেশে উৎসর্গ করেছেন। উদ্বোধন অনুষ্ঠানে বৃষ্টি থাবা বসালেও বাথৌ ধর্মের অনুগামীরা ব্যাপক সংখ্যায় অনুষ্ঠানে অংশ নেন। গ্ৰামের বয়স্ক ব্যক্তি,মহিলা ও তরুণ প্ৰজন্ম তাঁদের পরম্পরাগত পোশাক পরে গভীর আস্থা,বিশ্বাস ও ভক্তির সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

১৪ বিঘা জমির ওপর এই মন্দির নির্মাণে ব্যয় হয়েছে মোট ৩০০ লক্ষ টাকা। রবিবার এই মন্দিরের উদ্বোধনকালে মহিলারির সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ বিশ্বজিৎ দৈমারি,বিটিসির কার্যনির্বাহী সদস্য লাউশ্ৰাম দৈমারি,কলাইগাঁও-এর বিধায়ক মহেশ্বর বোড়ো এবং ধর্মীয় ব্যক্তিত্বরা। এরআগে সাংসদ বিশ্বজিৎ দৈমারি মন্দির লাগোয়া পুকুরে বাথৌ পরম্পরা ও রীতিনীতি মেনে জলপূজা সারেন। মন্দিরের প্ৰধান দ্বারটি উন্মোচন করেন তিনি।