রাজ্যের খবর

গুয়াহাটি বইমেলায় উন্মোচন হল ‘অসমাপ্ত আত্মজীবনী’-র অসমিয়া ভাষান্তর

Sentinel Digital Desk

গুয়াহাটি গ্ৰন্থ মেলায় আজ মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় বাংলাদেশের প্ৰাক্তন রাষ্ট্ৰপতি শেখ মুজিবর রহমানের এক আত্মজীবনীমূলক গ্ৰন্থের অসমীয়া অনুবাদ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন।এই অনুষ্ঠানে বাংলাদেশের ভারতস্থিত ডেপুটি হাই কমিশনার এটিএম রকিবুল হক, এবং গুয়াহাটিস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড০ শাহ মহঃ তনবির মনসুর উপস্থিত ছিলেন।

অসম সাহিত্যসভার সভাপতি পরমানন্দ রাজবংশী, বিশিষ্ট বুদ্ধিজীবি উষারঞ্জন ভট্টাচাৰ্য, অসম সরকারের সাংস্কৃতিক বিভাগের সচিব মাধুরিমা বরুয়া সেন, লেখিকা জুরি শৰ্মা, ব্যতিক্ৰম মাসডোর কৰ্ণধার তথা গ্ৰন্থটির অনুবাদক সৌমেন ভারতীয়া এবং ভি কে প্ৰকাশনার পক্ষে পিণ্টু গুপ্ত উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে অসম সাহিত্য সভার সভাপতি পরমানন্দ রাজবংশী তাৎপৰ্যপূৰ্ণভাবে মন্তব্য করে বলেন, এখন বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বাংলাদেশী বলে তাচ্ছিল্য করা হচ্ছে।

যে ভাবে বাংলাদেশ দ্ৰুত গতিতে উন্নতির লক্ষ্যে পৌঁছেচ্ছ, অৰ্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, এমন এক দিন আসবে ভারতীয়রা রুজি-রোজগারের জন্য বাংলাদেশে গিয়ে আশ্ৰয় নেবে। রাজ্যপাল তথাগত রায় গ্ৰন্থটি অসমীয়া ভাষায় অনুদৃত হওয়ায় সন্তোষ প্ৰকাশ করে বলেন, শেখ মুজিবুর রহমান ভারতের সঙ্গে বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ককে সুদৃঢ় করেছিলেন। এই বইটির লেখক সৌমেন ভারতীয়া বলেন, অসমের সঙ্গে বাংলাদেশের সুসম্পৰ্ক গড়ে তোলার লক্ষ্যে এই গ্ৰন্থটি অসামান্য ভূমিকা গ্ৰহণ করবে। আজ অটল বিহারী বাজপেয়ীর জন্ম দিনে নরেন্দ্ৰ মোদী বগীবিল উদ্বোধন করলেন। তাই স্বাভাবিকভাবেই ঐতিহাসিক দিনেই বাংলাদেশের প্ৰাক্তন রাষ্ট্ৰপতি শেখ মুজিবর রহমানের অসমীয়া ভাষায় গ্ৰন্থ উন্মোচন করা হল।