রাজ্যের খবর

গুয়াহাটি বিষ্ণুপুরের পুজো উদ্বোধন করলেন রাজ্যপাল মুখি

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসমের রাজ্যপাল জগদীশ মুখি রবিবার শহরের বিষ্ণুপুর দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এক সরকারি বিবৃতিতে এখবর জানানো হয়েছে। রাজ্যপাল বলেন,মা দুর্গার পুজো ভারতের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি। হিন্দুদের ধর্মীয় উৎসবগুলির মধ্যে দুর্গা পুজো হচ্ছে পুনর্মিলনের উৎসব। পরম্পরাগত সংস্কৃতি ও সামাজিক প্ৰথা ফুটে উঠে এই উৎসবে। রাজ্যপাল পুজো কমিটিকে পুজোর পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার প্ৰতি দৃষ্টি দিতে আহ্বান জানান। রাজ্যপাল সবার মঙ্গল কামনার সঙ্গে পুজো সবার মধ্যে ভ্ৰাতৃত্ববোধ ও সহাবস্থানের ভিত শক্ত করবে বলে আশা প্ৰকাশ করেন। বিষ্ণুপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটি ৬৮ বছর ধরে পুজোর আয়োজন করে আসায় মুখি তাদের প্ৰশংসা করেন। এ বছর বিষ্ণুপুর পুজো কমিটির থিম মাই ইন্ডিয়া। এই অনুষ্ঠানে আমন্ত্ৰণ জানানোর জন্য রাজ্যপাল উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন,এই আমন্ত্ৰণের জন্য মা দুর্গাকে দর্শনের সু্যোগ পেয়েছেন তিনি।