রাজ্যের খবর

গুয়াহাটি রেল স্টেশন থেকে ১০৫০ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত,ধৃত ৩

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সরকারি রেল পুলিশ(জিআরপি)এবং কেন্দ্ৰীয় সংরক্ষিত পুলিশ বাহিনী(সিআরপিএফ)সোমবার গুয়াহাটি রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে তিন ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। ধৃতদের সিভিলিয়ান থাংগা(৩০),থাঙ্গিয়ানা(৩৫)এবং লালরুয়াতকিমা(৩৯)নামে শনাক্ত করা হয়েছে। জিআরপি এদের কাছ থেকে ১০৫০ বোতল ফেন্সিডিল কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে। জিআরপি সূত্ৰটির মতে,কফ সিরাপের বোতলগুলি ছটি বড় ব্যাগে রাখা হয়েছিল এবং সেগুলো কালো পলিথিনে মোড়া ছিল। অভিযুক্তরা নয়াদিল্লি থেকে রাজধানী এক্সপ্ৰেসে এখানে আসে এবং গন্তব্য ছিল আইজল। তিন অভিযুক্তকে গ্ৰেপ্তার করে একটি কেস নথিভুক্ত করেছে পুলিশ।