রাজ্যের খবর

গুয়াহাটি রেলস্টেশনের কাছে দুই ব্যক্তির হেফাজত থেকে হাতির দাঁত উদ্ধার

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজস্ব গোয়েন্দা ডিরেক্টরেটের কর্মীরা শুক্ৰবার গুয়াহাটি রেলস্টেশনের সম্মুখে শুক্ৰবার দুইব্যক্তির কাছ থেকে ২৪ টুকরো হাতির দাঁত উদ্ধার করেন। এগুলোর ওজন ৫.৮৩৮ কেজি। ধৃত দুজনের নাম সুরজ কুমার দাস ও মঃ বদরুল হুসেন। সুরজ রেলের ঠিকাভিত্তিক কর্মী।