রাজ্যের খবর

গুয়াহাটিতে অসম গণ পরিষদ-এর কার্যালয়ের সামনে হাতাহাতি,উত্তেজনা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ গুয়াহাটিতে অসম গণ পরিষদের(অগপ)কার্যালয়ের সামনে কিছু দলীয় কর্মী এবং কিছু মহিলা সহ প্ৰতিবাদকারীদের একটা গোষ্ঠীর মধ্যে কোন্দল ও হাতাহাতির পর ওই এলাকার উত্তেজনার সৃষ্টি হয়।

প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী কিছু সাধারণ শ্ৰেণির মানুষ অগপ কার্যালয়ের প্ৰবেশদ্বারে রেলি আয়োজন করলে সংঘর্ষের সূত্ৰপাত ঘটে।

প্ৰতিবাদকারী দলের একজন মহিলা সাংবাদিকদের বলেন,‘আমরা কোনও দলের নই। অগপ নেতারা আমাদের একজন প্ৰতিবাদকারীকে মারধর করেছে,যা নিতান্তই গর্হিত। অগপ নেতারা আমাদের সঙ্গে প্ৰতারণা করেছেন। আসলে অগপ নেতারা সু্যোগসন্ধানী। তারা সরকার গড়ার জন্য বিজেপির সঙ্গে ফের জোট বেঁধেছে,আঞ্চলিক দলের আদর্শকে প্ৰতারণা করে। এটা আমাদের আঞ্চলিক দল। আমরা এই দলকে ভালবাসি। কিন্তু দলের তিনজন নেতা আমাদের আবেগকে নিয়ে খেলেছেন। বিজেপির সঙ্গে জোটে যাওয়ার অর্থ হচ্ছে অগপও নাগরিকত্ব(সংশোধনী)বিল-২০১৬ কে সমর্থন করছে,যা অসম চুক্তির শর্ত লঙ্ঘন করছে’।

এদিকে একজন প্ৰতিবাকারীকে শারীরিকভাবে নিগৃহীত করার অভিযোগে লতাশিল পুলিশ একজন অগপ কর্মীকে আটক করেছে।

লতাশিল থানার ওসি উপেন কলিতা সেন্টিনেল ডিজিটেলকে বলেছেন,‘এই মারপিটের ঘটনার পর আমরা কয়েকজন প্ৰতিবাদকারী ও অগপ কর্মীকে আটক করেছি। এদের মেডিক্যাল টেস্ট করা হয়েছে এবং প্ৰত্যেককেই আমরা এখন ছেড়ে দেবো। বিষয়টি বর্তমানে নিয়ন্ত্ৰণে রয়েছে। ঘটনা সংক্ৰান্তে কোনও মামলা নথিভুক্ত করা হয়নি’।