রাজ্যের খবর

গুয়াহাটির রেল গেটগুলির পাশে থাকা ডেরায় চোলাই মদের ব্যবসা চলছে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ গুয়াহাটির রেলওয়ে গেট সহ বিভিন্ন এলাকায় থাকা খাবারের দোকানগুলিতে চোলাই মদের রমরমা ব্যবসা চলছে। উজানের গোলাঘাট ও যোরহাট জেলায় বিষাক্ত চোলাই খেয়ে ১৫০ জনেরও বেশি লোকের মৃত্যু হওয়ার পরও এই ঘটনা থেকে কোনও শিক্ষা নিতে পারেনি এই সব দোকানের মালিক ও খদ্দেররা।

রেল স্টেশনের কাছেপিঠের বস্তি এলাকা এবং ২,৩,৪ ও ৫ নম্বর রেলগেট ও গান্ধীবস্তির কাছে ৬ ও ৭ নম্বর গেটে খাবারের দোকানগুলিতে উন্মুক্তভাবেই চোলাই বিক্ৰি হচ্ছে। তাছাড়া এই সব বস্তি এলাকায় নেশা জাতীয় ড্ৰাগস বিক্ৰিরও অভিযোগ রয়েছে। এলাকাগুলিতে এগুলো এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। শহরের এই এলাকাগুলি অপরাধের কেন্দ্ৰ হয়ে দাঁড়িয়েছে।

গুয়াহাটি সমাজ কল্যাণ কমিটির মুখ্য আহ্বায়ক নেকিব ইমাম শইকিয়া সাংবাদিকদের বলেন,এই এলাকাগুলিতে এসব বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আমরা প্ৰতিবাদ জানিয়েছে। জেলাশাসক,মহানগর পুলিশ,জিআরপি এবং আরপিএফকে আমরা স্মারকপত্ৰও দিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। প্ৰশাসন ২০১৬-১৭ সালে এলাকাগুলিতে উচ্ছেদ অভিযান চালিয়েছিল। সময়ে সময়ে রেল কর্তৃপক্ষও উচ্ছেদ অভিযানে নেমেছে। কিছুদিন যেতেই আবার এইসব ডেরা মাথাচাড়া দিয়ে উঠেছে।

শইকিয়া বলেন,চোলাই মদ ট্ৰেনে করেও পাচার করা হচ্ছে। এই এলাকাগুলি থেকে এধরনের ডেরা উচ্ছেদ করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে।