রাজ্যের খবর

গোলাঘাটে অবৈধভাবে মজুত করে রাখা ১০৫ লিটার পেট্ৰোল বাজেয়াপ্ত

Sentinel Digital Desk

গোলাঘাটঃ বিশেষ সূত্ৰে খবর পেয়ে খাদ্য ও অসামরিক সরবরাহ এবং গ্ৰাহক বিষয়ক বিভাগের কর্মীরা রবিবার গোলাঘাটের নোরাগাঁওয়ে অভিযান চালিয়ে একটি বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা ১০৫ লিটার পেট্ৰোল বাজেয়াপ্ত করেন। রাজেন্দ্ৰ রায় নামের একজন ট্যাংকার চালক নিজের বাড়িতে ওই পেট্ৰোল অবৈধভাবে মজুত করে রেখেছিলেন।