রাজ্যের খবর

ঝড়ে মহানগরীর বিভিন্ন বিহু প্যান্ডেলের ব্যাপক ক্ষতি

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ বুধবার শেষ রাতে বিধ্বংসী ঝড় বৃষ্টিতে মহানগরীর বিবিন্ন স্থানে বেশকটি বিহু মণ্ডপের ব্যাপক ক্ষতি হয়। প্যান্ডেলের ছাদ উড়ে যাওয়ায় ওই দিন উদ্যোক্তারা বিহুর অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন। পান্ডু রঙালি বিহু সম্মিলনী মালিগাঁও রেলওয়ে স্টেডিয়ামে যে মণ্ডপটি নির্মাণ করেছিল ঝড়ের দাপটে সেটির প্ৰভূত ক্ষতি হয়। প্যান্ডেলটি ভেঙে পড়ায় বিহু দেখতে যাওয়া প্ৰায় ২৫ জন ব্যক্তি আহত হন।

ঝড়ের ঝাপটায় লতাশিল মাঠে গুয়াহাটি বিহু সম্মিলনীর তরফে নির্মাণ করা প্যান্ডেলটিরও ব্যাপক ক্ষতি হয়। তবে ঝড় থামার পরই যুদ্ধকালীন তৎপরতায় প্যান্ডেলটি সারিয়ে তোলার ব্যবস্থা করেন উদ্যোক্তারা। এই মঞ্চে বুধবার রাতে বিহু সম্ৰাজ্ঞী প্ৰতিযোগিতা নির্ধারিত কর্মসূচি অনু্যায়ী যথাসময়েই অনুষ্ঠিত হয়। ওদিকে নুনমাটি বিহু সম্মিলনীর প্যান্ডেলটির দারুণ ক্ষতি হয় ঝড়ের দৌরাত্ম্যে। তবে এখানে স্থায়ী মঞ্চ থাকায় বুধবারের সব অনুষ্ঠান যথাসময়ে অনুষ্ঠিত হয়। দর্শকদের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে। পরে অবশ্য প্যান্ডেলটি মেরামত করা হয়েছে।

ওইদিন ঝড়ের করাল থাবায় মহানগরীর বিভিন্ন স্থানে গাছ সমূলে ধরাসায়ী হয়। ডাল পালাও ভেঙে পড়ে কোথাও কোথাও।