রাজ্যের খবর

টংলা-মাহালিপাড়া সড়কে নিম্নমানের কাজের অভিযোগ

Sentinel Digital Desk

টংলাঃ টংলা-মাহালিপাড়া সড়ক নির্মাণে ঠিকাদারের ব্যাপক অনিয়ম প্ৰকাশ্যে এসেছে। পথটি নির্মাণে ১কোটি টাকা বরাদ্দ করা হয়। মাহালিপাড়ায় পথে যে ব্ল্যাক টপিং করা হয়েছিল তা নির্মাণের পরই কেকের টুকরোর মতো উঠতে শুরু করে। স্থানীয়দের অভিযোগের পর ঠিকাদার নিম্নমানের কাজের কথা কবুল করেন।