রাজ্যের খবর

ডিফুতে কার্বি যুব উৎসব শুরু হচ্ছে ১৪ ফেব্ৰুয়ারি

Sentinel Digital Desk

ডিফুঃ ৪৫ তম কার্বি যুব উৎসব(কেওয়াইএফ)২০১৯ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ডিফুর তারালাংশুতে জোর প্ৰস্তুতি চলছে। তারালাংশুর কার্বি পিপলস হলে উৎসব শুরু হবে আগামি ১৪ ফেব্ৰুয়ারি,চলবে ১৯ ফেব্ৰুয়ারি অবধি। উৎসবের জন্য গঠিত বিভিন্ন সাব কমিটি পূর্ণোদ্যমে প্ৰস্তুতির কাজ চালাচ্ছে। পাঁচ দিনের উৎসব সুচারুভাবে সম্পন্ন করতে বিভিন্ন নির্মাণ কাজ জোর কদমে এগোচ্ছে।

উৎসবের মূল আকর্ষণ হবে পরম্পরাগত নথেংপি(পরম্পরাগত গোন্ডেন ইয়ারিং যা কার্বি মহিলারা পরিধান করেন)এবং সেমসন সিং ইংতি মুক্ত মঞ্চ। মার্কেট কমিটি নির্মাণের ৭০ শতাংশ কাজ গুটিয়ে এনেছে। কার্বি সাংস্কৃতিক সমাজের সভাপতি চন্দ্ৰ সিং ক্ৰো বলেন,‘এখন পর্যন্ত আমরা ২৪ কেসিএস জোনাল ক্যাম্প নির্মাণ করেছি। উৎসবে যারা আসবেন তাদের থাকার জন্য এবার আমরা ব্যবস্থা করছি-বলেন তিনি।