রাজ্যের খবর

তেজপুর লোকসভা কেন্দ্ৰে বিজেপির প্ৰার্থী পল্লব লোচন দাস

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ভারতীয় জনতা পার্টি(বিজেপি)রাজ্যে লোকসভা নির্বাচনের জন্য আজ তাদের তৃতীয় প্ৰার্থী তালিকা ঘোষণা করেছে। দল এবার তেজপুর লোকসভা কেন্দ্ৰে প্ৰতিদ্বন্দ্বিতার জন্য শ্ৰম ও নিয়োগ দপ্তরের মন্ত্ৰী(স্বতন্ত্ৰ)পল্লবলোচন দাসের নাম ঘোষণা করেছে। ওদিকে নগাঁও কেন্দ্ৰে রূপক শর্মাকে বিজেপির প্ৰার্থী করা হয়েছে।

বিরোধী কংগ্ৰেস তেজপুর কেন্দ্ৰে এমজিভিকে ভানুকে প্ৰার্থিত্বের টিকিট দিয়েছে। তাই কেন্দ্ৰটিতে ভানু এবার পল্লবের বিরুদ্ধে লড়ছেন। অন্যদিকে করিমগঞ্জ সংরক্ষিত আসনে কৃপানাথ মাল্লাকে প্ৰার্থী করেছে বিজেপি। এছাড়া ড. রাজদীপ রায়কে বেঙ্গলি শিলচর,হরেন সিং বে স্বশাসিত জেলা ডিফু সংরক্ষিত আসনে এবং কুইন ওজাকে গুয়াহাটি কেন্দ্ৰে দলীয় প্ৰার্থী করা হয়েছে। মঙ্গলদৈ কেন্দ্ৰে বিজেপি প্ৰার্থী হলেন দিলীপ শইকিয়া,তপন গগৈ যোরহাট,রামেশ্বর তেলি ডিব্ৰুগড় ও প্ৰদান বরুয়া লখিমপুর কেন্দ্ৰে বিজেপির টিকিটে লড়ছেন।

বিজেপির প্ৰথম প্ৰার্থী তালিকা থেকে বর্তমানের তিন সাংসদকে বাদ দেওয়া হয়েছে। ১৪টি লোকসভা আসনের মধ্যে ১০টি কেন্দ্ৰে বিজেপি তাদের প্ৰার্থীদের নাম ঘোষণা করেছে। বিজেপির মিত্ৰ দল অগপ কলিয়াবর,বরপেটা ও ধুবড়ি থেকে লড়বে। বিজেপির আরও এক মিত্ৰ দল বিপিএফকে কোকরাঝাড় আসন ছেড়ে দেওয়া হয়েছে। কোকরাঝাড়ে বিপিএফ-এর হয়ে লড়ছেন বর্তমান মন্ত্ৰী প্ৰমীলা রানি ব্ৰহ্ম।

ওদিকে কেন্দ্ৰীয় রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাই সম্প্ৰতি ঘোষণা দিয়েছেন এবার তিনি নির্বাচনে লড়ছেন না। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। গোঁহাই বলেছেন,ওই অভি্যোগ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তিনি কোনও নির্বাচনে লড়বেন না।

এর আগে তেজপুর কেন্দ্ৰে অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাকে টিকিট দেওয়া হবে বলে আশা করা হয়েছিল। বিজেপি সভাপতি অমিত শাহ বৃহস্পতিবার ঘোষণা করেছেন,শর্মার ওপর গুরুত্ব দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় হাইকমান্ড উত্তর পূর্বাঞ্চলে দলের ভিত শক্ত করতে শর্মাকে কিছুদিনের জন্য পাশে চাইছে।