রাজ্যের খবর

তেজপুরে ঠাকুর শ্ৰী শ্ৰী অনুকূল চন্দ্ৰের জন্মবার্ষিকী পালিত

Sentinel Digital Desk

তেজপুরঃ তেজপুর সৎসঙ্গ বিহার এখানকার জয়মতী পথার খেলার মাঠে ঠাকুর শ্ৰী শ্ৰী অনুকূল চন্দ্ৰের ১৩১তম জন্মবার্ষিকী এবং ৩৩তম বিগ্ৰহ প্ৰতিষ্ঠা উৎসব পালন করে দিন ব্যাপী কর্মসূচিতে। ভোগ,প্ৰার্থনা,পবিত্ৰ গ্ৰন্থ পাঠ ও ভজন কীর্তনের মাধ্যমে দিনটি পালন করা হয়। ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আশপাশ অঞ্চল থেকে প্ৰায় ৫হাজার ভক্তের সমাগম হয় উৎসব স্থলে।

শোণিতপুরের এডিসি কুলেন শর্মা এবং জেলার বিদেশি ট্ৰাইবুনালের সদস্য ঈশ্বর প্ৰসাদ বরঠাকুর প্ৰধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের প্ল্যান্টেশন ওয়ার্কার্সএর মেডিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের বিশেষ সদস্য ড.প্ৰদীপ কুমার লহকর ধর্ম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন।

সভায় বক্তব্য পেশ করে ঈশ্বর প্ৰসাদ বরঠাকুর বলেন,স্বাস্থ্য থেকে শিক্ষা,বিজ্ঞান থেকে দর্শন এবং সাহিত্য থেকে রাজনীতি সবক্ষেত্ৰেই আগ্ৰহ ছিল ঠাকুরের। ১৮৮৮ সালে অবিভক্ত বাংলার(বর্তমান বাংলাদেশ)পাবনা জেলায় জন্ম হয়েছিল ঠাকুর অনুকূল চন্দ্ৰের। তিনি ছিলেন গৃহী সন্ন্যাসী,দার্শনিক,সমাজ সংস্কারক ইত্যাদি বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এরআগে অনুষ্ঠানে ভক্তিমূলক ও লোকসংগীত পরিবেশন করেন দ্বীপশিখা পাল ও সুপর্ণা পাল। তেজপুর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্ৰার প্ৰফুল্ল বরা,প্ৰাক্তন মন্ত্ৰী দ্বিপেন তাঁতি সহ বেশকিছু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।