রাজ্যের খবর

দশম স্থান পেয়ে বরাকের মুখ বাঁচাল স্বপ্ননীল,ডিব্ৰুগড়ের শ্ৰেয়াসও দশম

Sentinel Digital Desk

মাধ্যমিকে এবার বরাকের মুখ রক্ষা করেছে করিমগঞ্জের বেবিল্যান্ড ইংলিশ হাইস্কুলের স্বপ্ননীল ভট্টাচার্য। মোট ৫৮৪ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে স্বপ্ননীল। ওদিকে ডিব্ৰুগড়ে শ্ৰেয়াস ভট্টাচার্য মাধ্যমিকে ৫৮৪ নম্বর পেয়ে দশম স্থান পেয়েছে। ডিব্ৰুগড় সল্ট ব্ৰুক স্কুলের ছাত্ৰ শ্ৰেয়াস।