রাজ্যের খবর

দাবি না মিটলে ভোট দানে বিরত থাকার হুমকি কটন বিশ্ববিদ্যালয় ছাত্ৰদের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰদের একটা গোষ্ঠী নির্দিষ্ট কিছু দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বরের গেটের সামনে ৪৮ ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে। তাঁরা এই বলে সতর্ক করে দিয়েছে যে তাদের দাবি দাওয়া পূরণ করা না হলে আসন্ন লোকসভা নির্বাচনে কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰরা ভোট দানে বিরত থাকবে।

ছাত্ৰরা অভিযোগ করেছে,৪ হাজার শিক্ষার্থীর থাকার জন্য বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত গার্লস হোস্টেল নেই। তারা আরও হোস্টেল নির্মাণের দাবি জানায়। তাদের মতে,বর্তমানে যে তিনটি হোস্টেল আছে তা মোটেই পর্যাপ্ত নয়।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আনুমানিক ১৪৯টি শিক্ষক পদ খালি পড়ে আছে। ছাত্ৰরা অবিলম্বে বিভিন্ন বিভাগে উপযুক্ত সংখ্যক অধ্যাপক নিয়োগ করার দাবি জানায়। তাছাড়া বিসিএ,মাস কমিউনিকেশন,বায়ো টেকনোলজি ইত্যাদি বিভাগকে প্ৰাদেশিকীকরণ করার পাশাপাশি হাসপাতাল স্থাপন ও একটা নিরাপদ ক্যাম্পাস স্থাপনেরও দাবি জানিয়েছে তারা।

কটন বিশ্ববিদ্যালয়ের জনৈক ছাত্ৰ বলেছেন যারা বিশ্ববিদ্যালয়ের এসব কাজের জন্য তহবিল দেওয়ার লিখিত প্ৰতিশ্ৰুতি এবং কি কি কাজ করা হবে তার ব্লুপ্ৰিন্ট দেবে সেই দলকেই আমরা ভোট দিতে পারি। তারা প্ল্যাকার্ড উঁচিয়ে মাই ন্যাশন,মাই ভোট, মাই ইস্যু,নো গার্লস হোস্টেল নো ভোট,নো ফান্ড নো ভোট ইত্যাদি শ্লোগান দেয়।