রাজ্যের খবর

দৈগ্ৰাং বালি মহল কেলেংকারি,গ্ৰেপ্তার গোলাঘাটের এসিএফ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরো(অর্থনৈতিক অপরাধ শাখা)(বিআইইও)দৈগ্ৰাং বালি মহল কেলেংকারিতে অভিযুক্ত গোলাঘাটের সহকারী বন সংরক্ষক(এসিএফ)প্ৰফুল্ল চন্দ্ৰ লহকরকে মঙ্গলবার গুয়াহাটি থেকে গ্ৰেপ্তার করেছে। লহকরকে গ্ৰেপ্তারের পরিপ্ৰেক্ষিতে বালি মহল কেলেংকারিতে বিভাগের কয়েকজন পদস্থ কর্তা সহ মোট ১০ জন বিআইইও-র হাতের মুঠোয় এলেন। উল্লেখ্য,গ্ৰেপ্তার এড়াতে লহকর গত কয়েক মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। ওই এলাকায় অবৈধ বালি মহল কেলেংকারিতে ৮০ লক্ষ টাকার নয়ছয় হয়েছে বলে মনে করছে বিআইইও। এরআগে বিআইইও গোলাঘাটের ডিএফও রাজীব কুমার দাস,রেঞ্জ অফিসার প্ৰাণেশ্বর দাস,প্ৰটেকশন রেঞ্জ অফিসার জিতেন্দ্ৰনাথ দত্ত,ডেপুটি রেঞ্জার উমেশ চন্দ্ৰ দত্ত,ডিপো হোল্ডার গৌতম উপাধ্যায় এবং মহুরী মিণ্টু শইকিয়াকে গ্ৰেপ্তার করেছিল।