রাজ্যের খবর

ধর্ষণে অভিযুক্ত মন্ত্ৰী রাজেন গোঁহাইর পদত্যাগের জোর দাবি

Sentinel Digital Desk

চাকরি দেওয়ার টোপ দিয়ে দুই বোনকে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে নগাঁওয়ের সাংসদ তথা রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাইর অবিলম্বে পদত্যাগের দাবি ক্ৰমেই জোরদার হচ্ছে রাজ্য জুড়ে। আজ বিরোধী দল কংগ্ৰেস ও এআইইউডিএফ রেল মন্ত্ৰীর পদ থেকে অবিলম্বে গোঁহাইকে বরখাস্ত করার দাবি জানায়।

২৬ বছর বয়সী এক বিবাহিতা মহিলা ও তার বোনকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে গোঁহাইয়ের বিরুদ্ধে নগাঁও সদর থানায় একটি মামলা নথিভুক্ত হওয়ার পর থেকেই তার পদত্যাগের দাবিতে জোর আওয়াজ উঠতে শুরু করেছে।

প্ৰদেশ কংগ্ৰেস কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য আজ সাংবাদিকদের বলেন,ঘটনার অবাধ ও নিরপেক্ষ তদন্তের জন্য গোঁহাইকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। আইনি প্ৰক্ৰিয়ায় গোঁহাই যাতে কোনও প্ৰভাব ফেলতে না পারেন তার জন্যই তাঁকে বহিষ্কার করা জরুরি-বলেন ভট্টাচার্য।