রাজ্যের খবর

নগাঁওয়ে ঘন ঘন বিদ্যুৎ কর্তনে অতিষ্ঠ জনজীবন

Sentinel Digital Desk

নগাঁওঃ ঘন ঘন বিদ্যুৎ কর্তনের জন্য নগাঁওবাসী জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট বিভাগ এবং জন প্ৰতিনিধিরা আজ অবধি বিদ্যুৎ সমস্যা সমাধানের কোনও চেষ্টা করেননি বলে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সরবরাহে ঘাটতির জন্যই বিদ্যুৎ কর্তন চলছে উল্লেখ করে তারা দায় সেরে নিচ্ছেন। জেলা এএসইবি-র একটি পদস্থ সূত্ৰের মতে,বিশেষ করে নগাঁওয়ে ঘন ঘন বিদ্যুৎ কর্তনের পিছনে পাওয়ার গ্ৰিডের লাগাতার অবহেলাই মূলত দায়ী।

পূর্বতন কংগ্ৰেস সরকারের আমলে এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে বিদ্যুৎ সরবরাহের সমস্ত দায়িত্ব এপিডিসিএল-এর পরিবর্তে পাওয়ার গ্ৰিডের হাতে অর্পণ করা হয়েছিল। নতুন বিদ্যুৎ ব্যবস্থা অনুযায়ী এপিডিসিএল নগাঁওয়ে বিদ্যুতের চাহিদা মেটাতে সামগুড়িতে একটি ১৬০ এমভিএ ট্ৰ্যান্সফর্মার বসানোর প্ৰস্তাব দিয়েছিল এবং পাওয়ার গ্ৰিড ট্ৰ্যান্সফর্মার বসানোর আশ্বাসও দিয়েছিল। কিন্তু ওই আশ্বাসের দুবছর পেরিয়ে যাওয়ার পর আজ অবধি সামগুড়িতে কোনও ট্ৰ্যান্সফর্মার বসেনি। তাই গোটা জেলায় বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হয়নি। অধিকন্তু সামগুড়িতে ৫০ এমভিএ ক্ষমতাসম্পন্ন দুটো ট্ৰ্যান্সফর্মার থাকলেও এর মধ্যে একটি অকেজো পড়ে আছে। একটি ট্ৰ্যান্সফর্মারের ওপরই সম্পূর্ণ লোড পড়ছে উল্লেখ করেছে সূত্ৰটি।