রাজ্যের খবর

নলবাড়িতে মেডিক্যাল কলেজ হাসপাতালের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্ৰী

Sentinel Digital Desk

নলবাড়িঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল স্বাস্থ্যপরিষেবা উন্নীতকরণের লক্ষ্যে রবিবার নলবাড়ি জেলার বরিগাঁওয়ে নলবাড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিলান্যাস ও নির্মাণ কাজের শুভারম্ভ করেন। ৫০০ শয্যার এই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণে ব্যয় হবে ৩৯৮.৩১ কোটি টাকা। এই কলেজে প্ৰতিবছর ১০০ ছাত্ৰ চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার সু্যোগ লাভ করবে।

এদিন মুখ্যমন্ত্ৰী ঘগ্ৰাপার-দামোদর ধাম-বিজুলিঘাট সংযোগী ২০ কিলোমিটার দীর্ঘ সড়ক সম্প্ৰসারণ ও প্ৰশস্ত করার কাজেরও আনুষ্ঠানিক সূচনা করেন। এই সড়কের কাজে বাজেট বরাদ্দ ধার্য হয়েছে ৮০ কোটি টাকা। উন্নয়নের জন্য রাজ্য সরকার বিশেষ অগ্ৰাধিকার দিচ্ছে এবং কেন্দ্ৰীয় সরকার দেশের প্ৰ্তিটি প্ৰান্তের বিকাশে কাজ করে চলেছে।

সরকারের প্ৰ্তিশ্ৰুতির অংশ হিসেবে নলবাড়িতে মেডিক্যাল কলেজের শিলান্যাস করা হলো। পূর্বতন কংগ্ৰেস সরকারকে একহাত নিয়ে সোনোয়াল বলেন,গত সাত দশকে রাজ্যের উন্নয়নের কাজে তারা অবহেলাই করে এসেছে এবং রাজ্যের সম্পদ রাজিকে যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। তিনি বলেন,চিকিৎসা বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার সম্প্ৰসারণে রাজ্য ও কেন্দ্ৰের বিজেপি সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। আমিনগাঁওয়ে এইমস থেকে শুরু করে নলবাড়ি,কোকরাঝাড়,লখিমপুর ও ধুবড়িতে মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এদিন নলবাড়ি মেডিক্যাল কলেজের ভূমুপূজা ও শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাও।