রাজ্যের খবর

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আসু ও ৩০টি সংগঠনের ‘খিলঞ্জিয়া বজ্ৰনিনাদ’-এ কাঁপলো গুয়াহাটির লতাশিল মাঠ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এবং অন্যান্য ৩০টি সংগঠন বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৬ প্ৰ্তিবাদে গুয়াহাটির লতাশিল মাঠে ‘খিলঞ্জিয়ার বজ্ৰনিনাদ’ কর্মসূচির মাধ্যমে কাঁপিয়ে তুলে। প্ৰতিবাদকারীরা বিতর্কিত বিল ও বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দিয়ে উত্তাল করে তোলেন প্ৰতিবাদস্থল।

লতাশিল মাঠের জনাকীর্ণ সমাবেশে আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বিলটিকে সাম্প্ৰদায়িক ও অসাংবিধানিক আখ্যা দেন। তিনি বলেন,যে কোনও পরিস্থিতিতেই আমরা এই বিল মেনে নেবো না। দীর্ঘ ছয় বছর আন্দোলনের পর অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে ১৯৭১ সালের আগে আসা সব হিন্দু,মুসলমান নাগরিকত্বের অধিকার নিয়েই থাকতে পারবেন। কিন্তু ১৯৭১ সালের পরে অসমে আসা সব অবৈধ অনুপ্ৰবেশকারীকে বহিষ্কার করতে হবে। অসম ও উত্তর পূর্বাঞ্চল অবৈধ বাংলাদেশির ডাম্পিং গ্ৰাউন্ড নয়-বলেন ভট্টাচার্য। আসুর সভাপতি প্ৰমোদ বোড়ো এবং অন্যান্যরাও সমাবেশে বিলের বিরুদ্ধে বক্তব্য পেশ করেন।