রাজ্যের খবর

নিমাতিঘাটে ভাঙন বিরোধী অভিযান প্ৰায় সম্পূর্ণ হওয়ার পথে

Sentinel Digital Desk

যোরহাটঃ মাজুলি দ্বীপের প্ৰবেশপথ নিমাতিঘাটে ব্ৰহ্মপুত্ৰ তীরে ভাঙন বিরোধী অভিযানের কাজ প্ৰায় সম্পূর্ণ হওয়ার পথে। মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ ২০১৪ ও ২০১৭ সালে নিমাতিঘাটের প্ৰায় ৫০০ মিটার এলাকা ভেঙে নিয়ে যায়। নিমাতিঘাটের প্ৰবেশ পথে প্ৰায় ২ কিলোমিটার এলাকাও হুমকির মুখে পড়েছিল। তবে নিমাতিঘাটে নদীর পাড়ে কয়েকশো জিওব্যাগ বসানোর পর ভাঙনের প্ৰকোপ আটকানো গেছে। নিমাতিঘাট একটা নদী বন্দর। রাজ্য সরকারের জলসম্পদ বিভাগ ২০১৭ সালের জুন থেকে ভাঙন বিরোধী অভিযান শুরু করে। এখনও ওই এলাকায় কাজ চলছে। এই অভিযানের জন্য নিমাতিঘাটের মানুষ কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো দেখতে পাচ্ছেন। টঙ্কেশ্বর কলিতা নামের একজন ব্যবসায়ী সোমবার একথা বলেন।

‘অ্যাপ্ৰোচ রোডের অনেকটা নদী গ্ৰাস করে নেওয়ায় আমরা রাতের পর রাত জেগে কাটিয়েছি’। মাজুলির বিধায়ক এবং মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এবং সংশ্লিষ্ট বিভাগ এই পদক্ষেপ নেওয়ার পর এখন পরিস্থিতি নিয়ন্ত্ৰণে এসেছে।