গুয়াহাটিঃ অসমের পাঁচটি লোকসভা কেন্দ্ৰ তেজপুর,কলিয়াবর,্যোরহাট,ডিব্ৰুগড় ও লখিমপুরে প্ৰথম দফায় নির্বাচন হচ্ছে ১১ এপ্ৰিল। ভোটের সঙ্গে সঙ্গতি রেখে অসম সরকার এই দিনগুলিতে মদ ও নেশাজাতীয় সামগ্ৰীর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। ৯ এপ্ৰিল সকাল ৫টা থেকে ১১ এপ্ৰিল বিকেল ৫টা পর্যন্ত ৪৮ ঘণ্টা এই অঞ্চলগুলিতে মদ ও মাদক জাতীয় সামগ্ৰীর বেচা-কেনা নিষিদ্ধ থাকছে। এই সময়ে কোন হোটেল,পাবলিক ইটিং হাউস,দোকান ও অন্যান্য স্থানে মদ কেনা বেচা চলবে না। ২৩ মে ভোট গণনার দিনও ড্ৰাই ডে ঘোষণা করা হয়েছে। গণনা শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
অনুরূপভাবে ১৮ এপ্ৰিল রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচন হচ্ছে করিমগঞ্জ,শিলচর,মঙ্গলদৈ,স্বশাসিত জেলা ডিফু ও নগাঁও লোকসভা কেন্দ্ৰে। ১৬ এপ্ৰিল সকাল ৫টা থেকে ১৮ এপ্ৰিল বিকেলে ৫টা পর্যন্ত মোট ৪৮ ঘ্ন্টা ড্ৰাই ডে ঘোষণা করা হয়েছে। ২৩ মে গণনার দিন ড্ৰাই ডে থাকছে গণনা শেষ না হওয়া অবধি।
একইভাবে ২৩ এপ্ৰিল ধুবড়ি,কোকরাঝাড়,বরপেটা ও গুয়াহাটি কেন্দ্ৰে তৃতীয় দফায় ভোট হচ্ছে। ২১ এপ্ৰিল সকাল ৫টা থেকে ২৩ এপ্ৰিল বিকেল ৫টা পর্যন্ত মোট ৪৮ ঘন্টা ড্ৰাই ডে বহাল থাকবে এই চার কেন্দ্ৰে। ২৩ মে ভোট গণনার দিনও ড্ৰাই ডে থাকছে গণনা শেষ না হওয়া পর্যন্ত। ঘোষিত ড্ৰাই ডে গুলিতে সব ধরনের মদের বিপণি বন্ধ থাকবে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আসাম আবগারি আইনের বিধি ব্যবস্থা অনু্যায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্ৰহণ করা হবে। ২০১৬-র অসম আবগারি আইন এবং ১৯৫১ সালের নির্বাচন বিধির রিপ্ৰেজেনটেশন অফ দ্য পিপল অ্যাক্টের ১৩৫ সি ধারার অধীনে উল্লেখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক প্ৰেস বিবৃতিতে এখবর জানানো হয়েছে।