রাজ্যের খবর

ফের বাড়ল পেট্ৰল-ডিজেলের দাম

Sentinel Digital Desk

ফের বাড়ল পেট্ৰল ও ডিজেলের দাম। প্ৰতি লিটার পেট্ৰলে ২০ পইচা এবং ডিজেলে ১০ পইচা দাম বৃদ্ধি হল। আজকের দিনে গুয়াহাটি মহানগরে পেট্ৰলের দাম ৬৯.৯৮ টাকা এবং ডিজেলের দাম ৬৪.৮২ টাকা। গতকাল,রবিবার সারা দিনে গুয়াহাটিতে পেট্ৰলের দাম ছিল প্ৰতি লিটার ৬৯.৭৮ টাকা এবং প্ৰতি লিটার ডিজেলের মূল্য ছিল ৬৪.৭২ টাকা।