রাজ্যের খবর

বকোতে ৭টি অবৈধ ইটভাটা উচ্ছেদ জেলা প্ৰশাসনের

Sentinel Digital Desk

বকোঃ কামরূপ জেলা প্ৰশাসন বকো থানার অন্তর্গত তারাবাড়ি গ্ৰামে অবৈধভাবে গজিয়ে ওঠা সাতটি ইটভাটা উচ্ছেদ করেছে সোমবার। বকো সার্কল অফিসের আধিকারিক পিঙ্কি দত্তের নেতৃত্বে পুলিশ,সিআরপিএফ,রাজ্য অগ্নি নির্বাপক বাহিনী ও ইমারজেন্সি সেবার কর্মীদের একটি দল এক্সকেভেটর ও জল ব্যবহার করে ওই এলাকার অবৈধ ইটভাটাগুলি গুড়িয়ে দেয়।।

সার্কল অফিসার পিঙ্কি দত্ত বলেন,অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা কঠোর কার্যকরী পদক্ষেপ নিয়েছে। বকো রাজস্ব সার্কল এলাকার সবকটি অবৈধ ইটভাটা ধীরে ধীরে উচ্ছেদ করা হবে-বলেন তিনি। ধ্বংস করে দেওয়া ইটভাটাগুলির ক্ষতির পরিমাণ ৩৫ লক্ষ টাকারও বেশি হবে।