জাতীয় সংহতি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্ৰে দেশের জন্য আত্ম বলিদান করা বীর পুলিশ শহিদদের স্মৃতিতে গত ২১ অক্টোবর সারা দেশে স্মৃতি দিবস পালিত হয়। এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে এদিন বটদ্ৰবায় শহিদ লীলাকান্ত কলিতার মা রেবতী কলিতাকে সংবর্ধনা দেওয়া হয়। সিআরপিএফ-এর ৩৪ ব্যাটেলিয়নের সৌজন্যে এদিন সকালে শহিদ লীলাকান্ত কলিতার বাসগৃহে অনুষ্ঠিত স্মৃতি দিবসে সিআরপিএফ-এর ৩৪ ব্যাটেলিয়নের কমান্ডান্ট রাজমুকুট করকেট্টা বীর শহিদের মা কে সংবর্ধনা জানান।
উল্লেখ্য,২০১০-এর ৬ এপ্ৰিল ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলার তারমেটলা নামের এক জঙ্গলে সন্ত্ৰাসবাদীদের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করে শহিদ হয়েছিলেন লীলাকান্ত কলিতা।