রাজ্যের খবর

বরাক নদী ভাঙন ও বন্যা প্ৰতিরোধে কেন্দ্ৰ পদক্ষেপ নিচ্ছে

Sentinel Digital Desk

বরাক নদীর ভাঙন ও বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী নেতৃত্বাধীন বিজেপি জোট সরকার যাবতীয় পদক্ষেপ গ্ৰহণ করছে। শুধু তাই নয় বরাক নদীর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একগুচ্চ প্ৰকল্প হাতে নিয়েছে কেন্দ্ৰ। এমনটাই তথ্য উঠে এসেছে কেন্দ্ৰীয় জলসম্পদ ও উন্নয়ন দপ্তর তরফে উল্লেখ্য, ভাঙন ও বন্যার সময় ভয়াবহ রূপ ধারণ করা বরাক নদীর স্থায়ী সমাধান এবং সরকারি তরফে কি কি পদক্ষেপ গ্ৰহণ করা হচ্ছে তা নিয়ে রাজ্যসভার কংগ্ৰেসি সাংসদ ভূবনেশ্বর কলিতা গত ২৪ ডিসেম্বর সংসদে প্ৰশ্ন উত্থাপন করেন।

এর জবাবে কেন্দ্ৰীয় জলসম্পদ মন্ত্ৰণালয় প্ৰতিমন্ত্ৰী অর্জুনরাম মেঘওয়াল সংসদে জানান বরাকের এই সমস্যা নিয়ে কেন্দ্ৰীয় সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। এমনকি নদী ভাঙনের ফলে বিভিন্ন ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। তাই এই সমস্যা নিরোচনের জন্য কেন্দ্ৰ এবং রাজ্য সরকার তরফে বিভিন্ন প্ৰকল্প হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান। বলেন,ব্ৰহ্মপুত্ৰ ও বরাক নদ খননের জন্য প্ৰায় ১৮ কোটি টাকার প্ৰস্তাব নেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থ বর্ষের রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। সাংসদ কলিতার এই প্ৰশ্নের জবাবে ওই কেন্দ্ৰীয় মন্ত্ৰী আরও জানান,শিলচর,বদরপুর,হাইলাকান্দির অন্তর্গত বরাক নদীর বন্যা ও ভাঙন রোধের জন্য এখনও পর্যন্ত ৫৮৮০ লক্ষ টাকার প্ৰকল্পের প্ৰস্তাব গ্ৰহণ করা হয়েছে।