রাজ্যের খবর

বস্ত্ৰনগরী শুয়ালকুচিতে বিল্ডিঙে আগুন লেগে ৩ জনের মৃত্যু,আহত ৩

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ কামরূপ জেলার বস্ত্ৰনগরী শুয়ালকুচিতে বুধবার বিকেল প্ৰায় চারটেয় নাগাদ একটি ত্ৰিতল বিল্ডিঙে আগুন লেগে তিন জনের মৃত্যু হয় এবং একই পরিবারের ৩ জন গুরুতর আহত হন। নিহতদের ললিত কাকতি(বাড়ির মালিক),তাঁর বিবাহিতা কন্যা কবিতা কাকতি মহন্ত এবং তার খুদে নাতি ময়ুখ দেব মহন্ত বলে শনাক্ত করা হয়েছে। আহতরা হলেন অনুপমা কাকতি,জুরি কাকতি এবং জুরির ছেলে। গুয়াহাটি এক্সেল কেয়ারে আহতদের চিকিৎসা চলছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশের সন্দেহ,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।