রাজ্যের খবর

বিজেএসএম-এর অসম বনধে স্তব্ধ কোকরাঝাড়,ওদালগুড়ি

Sentinel Digital Desk

কোকরাঝাড়ঃ বোড়োল্যান্ড জনজাতি সুরক্ষা মঞ্চের(বিজেএসএম)ডাকা ১২ ঘণ্টা অসম বনধে মঙ্গলবার কোকরাঝাড় ও ওদালগুড়িতে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। কেন্দ্ৰীয় সরকার অসমের অগ্ৰণী যে ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দিতে চাইছে তারই প্ৰতিবাদে এই বনধের ডাক দিয়েছিল মঞ্চ। বিটিসির সদর দপ্তর কোকরাঝাড়ে বনধ শান্তিপূর্ণভাবে কেটেছে। বিটিসি জেলা সমূহের প্ৰধান শহরগুলিতে বনধের প্ৰভাব ছিল সর্বাত্মক।

বিজেএসএম-এর কার্যনির্বাহী সভাপতি দাওরাত ডেকরেক নার্জারি বলেন,কেন্দ্ৰ ছয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দেওয়ায় যে প্ৰস্তাব রেখেছে তা বেআইনি। কারণ এধরনের অগ্ৰণী জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দেওয়ার আইনগত কোনও শর্ত নেই। তিনি বলেন,আহোমরা হচ্ছে প্ৰতিপত্তিশালী শ্ৰেণির,তারা এক সময়ে অসম শাসন করেছে এবং শিক্ষাগত ও আর্থিক দিক থেকেও তারা অনেক এগিয়ে রয়েছে। তাই উপজাতি তালিকায় তাদের অন্তর্ভুক্তি সত্যিই দুর্ভাগ্যজনক বলে নার্জারি মন্তব্য করেন। নার্জারি বলেন,বর্তমানে স্থানীয় উপজাতি মানুষের সামনে প্ৰতিবাদে শামিল হওয়া ছাড়া কোনও বিকল্প পথ নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেন,সরকার যদি এসটি বিল রাজ্যসভায় পাস করে তাহলে তারা নিজেদের সুরক্ষা ও ন্যায় পাওয়ার স্বার্থে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে।