রাজ্যের খবর

বিজেপি গণতন্ত্ৰের ক্ষেত্ৰে হুমকি স্বরূপঃ মুকুল সাংমা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ মেঘালয়ের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এবং কংগ্ৰেস নেতা মুকুল সাংমা কেন্দ্ৰের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে গণতন্ত্ৰ ও নিরাপত্তার ক্ষেত্ৰে হুমকি স্বরূপ বলে অভিহিত করেন।

শুক্ৰবার এখানে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন সাংমা। বলেন,দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় বিজেপি সরকার। কংগ্ৰেস নেতা বলেন,বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)আবার উত্থাপনের কথা বলেছে কেন্দ্ৰের বিজেপি সরকার। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন সরকার এই ইস্যুটি নিয়ে অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে। এই বিল উত্তর পূর্বাঞ্চলের মানুষের অস্তিত্বের ক্ষেত্ৰে একটা বড়সড় হুমকি-বলেন সাংমা।

অর্থনৈতিক ক্ষেত্ৰেও মোদি সরকারের সমালোচনা করে সাংমা বলেন,উত্তর পূর্বাঞ্চলে চাকরির প্ৰবল সমস্যা রয়েছে। আর এরজন্যই এই অঞ্চলের যুবকরা চাকরির খোঁজে বাইরে যেতে বাধ্য হচ্ছে। ‘বাস্তব ক্ষেত্ৰে সরকার ডোনার মন্ত্ৰকের তহবিল হ্ৰাস করেছে এবং এসইসি-র তহবিল অন্যান্য প্ৰকল্পে খাটানো হচ্ছে’-অভিযোগ করেন সাংমা। তিনি আরও বলেন,উত্তর পূর্বাঞ্চলে কোনও নতুন স্কিম চালু করা হয়নি এবং অর্থনৈতিক অগ্ৰগতির কথা বলে মানুষকে ধাঁধার মধ্যে ফেলা হচ্ছে।

বিজেপির অচ্ছে দিন সম্পর্কে সাংমা বলেন,মোদির অধীনে দেশ বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিজেপি নেতৃত্বাধীন সরকারের নীতি ধ্বংসাত্মকই বলা যায়। অসমে এনআরসি নবায়নের নামে বিজেপি চক্ৰান্ত করছে বলে দোষারোপ করেন কংগ্ৰেস নেতা সাংমা।।