রাজ্যের খবর

বিনোদকুমার যাদব রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান

Sentinel Digital Desk

বিনোদ কুমার যাদব রেলওয়ের বোর্ডের নতুন চেয়ারম্যান নি্যুক্ত হলেন। তিনি আইআরএসইই(ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ারিং),জেনারেল ম্যানেজার,দক্ষিণ মধ্য রেলওয়ে,রেল বোর্ড(রেল মন্ত্ৰক)-এর চেয়ারম্যান এবং পদাধিকার বলে ভারত সরকারের মুখ্যসচিব নিযুক্ত হয়েছেন। ক্যাবিনেটের নিয়োগ কমিটি গত ৩১ ডিসেম্বর রেল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিনোদ কুমার যাদবকে নিয়োগের অনুমতি দেয়। বার্ধক্যজনিত কারণে অশ্বিনী লোহানি গত ৩১ ডিসেম্বর অবসর গ্ৰহণ করায় ক্যাবিনেট কমিটি যাদবকে ওই পদে নিয়োগ করে।

বিনোদ কুমার যাদব,আইআরএসইই-এর ১৯৮০ ব্যাচের আধিকারিক। তাঁর শিক্ষাগত যোগ্যতা হলো ইলেকট্ৰিক্যাল ইঞ্জিনিয়ারিঙে স্নাতক ডিগ্ৰি ছাড়াও রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্ৰেশনে এমবিএ(টেকনোলজি ম্যানেজমেন্টও স্নাতক ডিগ্ৰি। ১৯৮২ সালের ফেব্ৰুয়ারিতে ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্ৰিক্যাল ইঞ্জিনিয়ারির পদে কর্মজীবন শুরু করে বিনোদকুমার অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার(অপারেশন),দিল্লি ডিভিশন,উত্তর রেলওয়ে এবং চিফ ইলেকট্ৰিক্যাল ইঞ্জিনিয়ার প্ল্যানিং-ট্ৰ্যাকশন ডিস্ট্ৰিবিউশন,উত্তর রেলওয়ের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কেন্দ্ৰীয় রেলমন্ত্ৰকে ডেডিকেটেড ফ্ৰেইড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড,ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্ৰাকশন কোম্পানি লিমিটেড,রেল বিকাশ নিগম লিমিটেড এবং ইউনাইটেড ন্যাশনাল ইন্ডাস্ট্ৰিক্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যাদব জড়িত ছিলেন। জেনারেল ম্যানেজারের দায়িত্ব নিয়ে যাদব দক্ষিণ মধ্য রেলকে একটা নির্ভরযোগ্য প্ৰতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন।