রাজ্যের খবর

বিহালিতে প্ৰস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্ৰী

Sentinel Digital Desk

বিশ্বনাথচারিআলিঃ বিশ্বনাথ জেলার বিহালি বিধানসভা কেন্দ্ৰের বালিপুখুরি গ্ৰামের জারাবাড়িতে প্ৰস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজের বুধবার শিলান্যাস করেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। এ উপলক্ষে আয়োজিত এক জনসভায় সোনোয়াল বলেন,রাজ্য সরকারের উচ্চ শিক্ষা বিভাগ পরিকাঠামো গত সু্যোগ সুবিধা সহ অত্যাধুনিকভাবে প্ৰস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজটি স্থাপনে সম্ভাব্য সব পদক্ষেপ নেবে। তিনি জনগণকে আশ্বাস দিয়ে বলেন,এই শিক্ষা প্ৰতিষ্ঠানটি বিশ্ব মানের করে গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্ৰী উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে স্থানীয় মানুষের সাহায্য ও সহযোগিতা চান। তিনি আশা করেন এই শিক্ষা প্ৰতিষ্ঠানটি ব্ৰহ্মপুত্ৰের উত্তরপাড়ের ছাত্ৰছাত্ৰীদের অনুপ্ৰাণিত করবে।