রাজ্যের খবর

বুনো হাতির আক্ৰমণে মহিলার মৃত্যু

Sentinel Digital Desk

গোয়ালপাড়াঃ গোয়ালপাড়ায় বুনো হাতির নাশকতা পুরোদস্তর অব্যাহত রয়েছে। এবার হাতির আক্ৰমণে মৃতের সংখ্যা ৮ জনের বৃদ্ধি পেয়েছে। মাটিয়া থানা এলাকার সরাপাড়ার কাছে ফুলগুড়ি গ্ৰামে শনিবার তিলোত্তমা নাথ(৫০)নামের এক মহিলাকে পা দিয়ে পিষে মারে হাতি। গ্ৰামে হাতি নামার খবর পেয়ে মহিলাটি পালাতে গিয়ে হাতির মুখে পড়ে যান।