রাজ্যের খবর

বোকাজানে হাতির দাঁত সহ ধৃত দুই ব্যক্তি

Sentinel Digital Desk

বোকাজানঃ খটখটি পুলিশ হাতির দাঁত চোরাই পাচারের একটি প্ৰয়াস ভেস্তে দিয়েছে। পুব কার্বি আংলং জেলার অসম-নাগাল্যান্ড সীমান্ত এলাকা থেকে দুই চোরা কারবারীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী,বিশ্বস্ত সূত্ৰে পাওয়া এক খবরের ভিত্তিতে অভি্যানে নেমে পুলিশ খটখটির কালিরাম বস্তি থেকে ওই দুই চোরা পাচারকারীকে গ্ৰেপ্তার করে। তাদের হেফাজত থেকে ১২ ইঞ্চি দীর্ঘ ৩ কেজি ওজনের একটি হাতির দাঁত বাজেয়াপ্ত করে পুলিশ।

ধৃত দুই ব্যক্তিকে নিনোকা ঝিমো এবং জেরিমি ঝিমো নামে শনাক্ত করা হয়েছে। উভয়েই নাগাল্যান্ডের জুনহিবটো জেলার বাসিন্দা। প্ৰাথমিক তদন্তে জানা গেছে,নাগাল্যান্ডের বনাঞ্চল থেকে তারা ওই হাতির দাঁত সংগ্ৰহ করেছিল। সেটি ২ লক্ষ ১৫ হাজার টাকায় বিক্ৰি করার জন্য অসমে নিয়ে এসেছিল বলে জানিয়েছে ধৃতরা।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে হাতির দাঁতের যথেষ্ট চাহিদা রয়েছে। এরজন্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বন্যপ্ৰাণী শিকারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সম্প্ৰতি বোকাজানের বর্মনথি এলাকায় শিকারিরা একটি পূর্ণ বয়স্ক হাতিকে মেরে তাঁর দাঁত কেটে নিয়ে উধাও হয়েছিল।