রাজ্যের খবর

ব্ৰহ্মপুত্ৰ বোর্ডকে শক্তিশালী করার ওপর গুরুত্ব মেঘওয়ালের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ কেন্দ্ৰীয় জলসম্পদ,নদী উন্নয়ন ও গঙ্গা পরিশোধন বিভাগের প্ৰতিমন্ত্ৰী অর্জুন রাম মেঘওয়াল ব্ৰহ্মপুত্ৰ বোর্ডকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। বুধবার গুয়াহাটিতে ব্ৰহ্মপুত্ৰ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মত বিনিময়কালে ওই অভিমত ব্যক্ত করেন তিনি। বোর্ডের কার্যকলাপ ও যে সমস্ত কাজ তারা হাতে নিয়েছে তা পর্যালোচনার পর মেঘওয়াল বলেন,বোর্ডের কোনও দুর্বলতা থাকলে সেটা তাদের মেনে নিয়ে তা লাঘব করার চেষ্টা করা উচিত।বলেন,যদি বোর্ডের কাজে হুমকি আসে তাহলে সেটাকে সুযোগ হিসেবে রূপান্তর করা প্ৰয়োজন।