রাজ্যের খবর

বয়কটের ডাক সত্ত্বেও রবিবার ইম্ফলে আসছেন প্ৰধানমন্ত্ৰী

Sentinel Digital Desk

ইম্ফলঃ নিষিদ্ধ মাওবাদী কমিউনিস্ট পার্টি বয়কটের ডাক দেওয়া সত্ত্বেও প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি আগামি রবিবার পূর্ব ঘোষণা অনু্যায়ী ইম্ফলে আসছেন। বিজেপি সূত্ৰ বৃহস্পতিবার আইএএনএসকে একথা জানিয়েছে।

মণিপুরের দুটো লোকসভা আসনে নির্বাচন হচ্ছে ১১ ও ১৮ এপ্ৰিল।

পুলিশ জানাচ্ছে,প্ৰধানমন্ত্ৰীর সফর ঘিরে যাতে কোনওরকম অপ্ৰীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে না পারে তার জন্য ইম্ফল শহর ও আশাপাশ অঞ্চলে আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। শহরের বিভিন্ন অঞ্চলে নাকা চেকিং চলছে। শতাধিক লোককে পরীক্ষা নিরীক্ষা করে তাদের পরিচয় পত্ৰ যাচাই করছে সুরক্ষা কর্মীরা। কিছু লোককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি পুলিশের জালে পড়েনি। অবৈধ অস্ত্ৰশস্ত্ৰ ও গোলাবারুদ উদ্ধার হয়নি তল্লাশি চলাকালে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত টি নন্দ এবং ড্ৰাগ মাফিয়া লেইখোসেই জোর পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার আড়ালে সরকারের হাত থাকার প্ৰতিবাদে প্ৰধানমন্ত্ৰীর সফর বয়কটের ডাক দিয়েছে বিদ্ৰোহী মাওবাদী সংগঠনটি। বিদ্ৰোহী সংগঠনটি এক বিবৃতিতে অভিযোগ করেছে সরকারই ওই দুই অভিযুক্তকে পালিয়ে যেতে ইন্ধন জুগিয়েছে। ওদিকে সাংবাদিক কিশোর চন্দ্ৰকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে দেশদ্ৰোহী সাজিয়ে আটকে রাখা হয়েছে। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে তারা বিবৃতিতে উল্লেখ করেছে।