রাজ্যের খবর

ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন অলক ঘোষ

Sentinel Digital Desk

গুয়াহাটি: রাজ্যের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বসলেন অলক ঘোষ। গত ১৫ ডিসেম্বর পর্ষদের আনুষ্ঠানিকভাবে দাযিত্ব সমাজে নেন অলকবাবু।গুয়াহাটি আবর্ত ভবনে ওইদিন দায়িত্ব নেওয়ার পর তিনি জানান ,এই পর্ষদের জন্য চলতি অর্থবর্ষের জন্য সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে।

তাই বাঙালি হিন্দু সহ ভাষিক সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে এই অর্থ খরচ করা হবে। বলেন ,আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য এই টাকাটা অনেকটা সহায়ক হবে। উল্লেখ্য ,পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ওইদিন দায়িত্ব ভার নিয়েছেন রামকৃষ্ণ ঘোষ। অলক ঘোষ দায়িত্ব নিলেন ভাষিক সংখ্যালঘু পর্ষদের