রাজ্যের খবর

মঙ্গলদৈ-এর বিজেপি প্ৰার্থী দিলীপ শইকিয়ার পক্ষে প্ৰচার হাগ্ৰামার

Sentinel Digital Desk

কলাইগাঁওঃ বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারি বুধবার মঙ্গলদৈ লোকসভা কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী দিলীপ শইকিয়ার পক্ষে কলাইগাঁওয়ে এক বিশাল সমাবেশে প্ৰচার চালান। ওই সমাবেশে বক্তব্য রেখে মঙ্গলদৈ কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী দিলীপ শইকিয়াকে ভোট দেওয়ার জন্য জনগণের প্ৰতি আহ্বান জানান হাগ্ৰামা ।

মহিলারি বলেন,কংগ্ৰেসের শাসনে সাধারণ মানুষ কখনো নিরাপদে থাকতে পারবেন না। তাই লোকসভা নির্বাচনে বিজেপিকে জয়যুক্ত করাই তাঁদের পক্ষে উচিত হবে।

এই নির্বাচনি সমাবেশে বিপিএফ-এর বেশ কজন হেভিওয়েট বিশেষ করে সাংসদ বিশ্বজিৎ দৈমারি,বিধায়ক মহেশ্বর বোড়ো,বিটিসি ইএম জগদীশ সরকার,লামচারু দৈমারি এবং বিজেপি প্ৰার্থী দিলীপ শইকিয়া উপস্থিত ছিলেন। সমাবেশে প্ৰায় ৩০ হাজার মানুষ অংশগ্ৰহণ করেন।