জাতীয় নিরাপত্তা আইনে মণিপুরের কিশোরেচন্দ্র ওয়াংখেম নামে এক সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দিল আদালত। জানা গিয়েছে, ফেসবুকে পোস্ট করা একটি ভিডিয়োয় ওই সাংবাদিক মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হাতের পুতুল’ বলে উল্লেখ করেন। যদিও এই রায়ের বিপক্ষে তাঁর পরিবার উচ্চতর আদালতে আবেদন করতে পারেন বলে মনে করা হচ্ছে।