রাজ্যের খবর

মতিয়াচিগা মেসাগড় গ্ৰামে খাঁচাবন্দি চিতা

Sentinel Digital Desk

জয়সাগরঃ শিবসাগর জেলার মতিয়াচিগা মেসাগড় গ্ৰামে সম্প্ৰতি একটি পূর্ণবয়স্ক চিতাকে খাঁচাবন্দি করতে সফল হন গ্ৰামবাসীরা। চিতাটি গত কিছুদিন ধরে ওই এলাকায় ত্ৰাস সৃষ্টি করেছিল। খাঁচাবন্ধি হওয়ার আগে চিতাটি তিনজন ব্যক্তিকে আক্ৰমণ করারও খবর রয়েছে। খাঁচাবন্দি করার পর শিবসাগর বন বিভাগের কর্মীদের ডেকে পাঠানো হয় এবং তারা বন কার্যালয়ে নিয়ে যান চিতাটিকে। চিতাকে দেখতে ওখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।