রাজ্যের খবর

মদের বিরুদ্ধে উদালগুড়িতে সচেতনতা সভা আবগারি বিভাগের

Sentinel Digital Desk

টংলাঃ উদালগুড়িতে দেশি মদের ডেরা নির্মূল করতে জেলার মহিলা কুর্মি সমাজ আওয়াজ তোলার পর ঘুম ভেঙেছে আবগারি বিভাগের। জেলা আবগারি সুপার প্ৰীতম বরুয়ার চেষ্টায় মঙ্গলবার অবৈধ দেশি মদের বিরুদ্ধে ওরাং লক্ষ্মীমন্দির প্ৰাঙ্গণে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন বরুয়া।