রাজ্যের খবর

মাজুলির প্ৰত্যন্ত পোলিং কেন্দ্ৰ পরিদর্শন করলেন জেলাশাসক

Sentinel Digital Desk

মাজুলিঃ জেলা নির্বাচনী বিভাগ এবং মাজুলি জেলা প্ৰশাসন নদীদ্বীপটিতে ২০১৯-এর লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্ৰস্তুতির কাজ জোরদার করে তুলেছে। বুথ লেবেল প্ৰস্তুতি পর্ব সরেজমিনে চাক্ষুষ করতে মাজুলির জেলাশাসক তথা জেলা নির্বাচনী অফিসার দেবপ্ৰসাদ মিশ্ৰ শুক্ৰবার জেলার একেবারে প্ৰত্যন্ত অঞ্চল সাধু চাপরি পরিদর্শনে যান। সাধু চাপরি ব্ৰহ্মপুত্ৰ ও সুবনশিরির মাঝে থাকা একটা ছোট্ট দ্বীপ।

সেক্টর অফিসার এবং বিএলও তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা সাধু চাপরি এলপি স্কুলের পোলিং বুথে ন্যূনতম সু্যোগ সুবিধাগুলিও খতিয়ে দেখেন তিনি। ভারতের নির্বাচন কমিশন প্ৰতিটি পোলিং বুথে পানীয় জল,টয়লেট ইত্যাদির ন্যূনতম ব্যবস্থা করতে ইতিমধ্যেই জেলা নির্বাচনী বিভাগকে নির্দেশ দিয়েছে। মিশ্ৰ এদিন ওই স্কুলের প্ৰধান শিক্ষক এবং অঞ্চলটির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন। মিশ্ৰ তাদের আশ্বাস দেন,তিন দিনের মধ্যেই স্কুল চত্বরে পুরনো টিউবওয়েল সরিয়ে একটি নতুন টিউবওয়েল বসানো হবে। সাধু চাপরি,পরম চাপরি ও গুটুং চাপরিতে সাকুল্যে ভোটার রয়েছেন ৪০৪ জন। জেলাশাসক মিশ্ৰ দেশি নৌকোয় চেপে লুইতমুখ ঘাটে যান এবং ওখান থেকে এক কিলোমিটার পায়ে হেঁটে সাধু চাপরি ভোট কেন্দ্ৰে গিয়ে পৌঁছন।