রাজ্যের খবর

মিজোরামে যোগাযোগ ব্যবস্থার বিকাশে সাহায্যের আশ্বাস মোদির

Sentinel Digital Desk

আইজলঃ বহির্বিশ্বের সঙ্গে সীমান্ত রাজ্য মিজোরামের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ওই রাজ্যকে সম্ভাব্য সব ধরনের সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন। বুধবার মিজোরামের এক সরকারি কর্মকর্তা একথা জানান। মিজোরাম সরকারের ওই কর্মীটি বলেছেন,রাজ্যপাল কুমানাম রাজশেখরণ মঙ্গলবার দিল্লিতে প্ৰধানমন্ত্ৰীর সঙ্গে সাক্ষাৎ করে এবিষয়ে আলোচনা করলে মোদি তাঁকে ওই আশ্বাস দেন। পাহাড় ঘেরা রাজ্যটির সড়ক,রেল বিমান ও টেলি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে রাজ্যপাল আলোচনা করেছেন প্ৰধানমন্ত্ৰীর সঙ্গে। ভারত-মায়ানমার ও ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্প্ৰসারণের দাবি জানিয়ে মোদির হাতে একটি স্মারকপত্ৰ তুলে দেন রাজ্যপাল। ‘কাওনপুই-ডার্টলেং-আইজল সড়ক এবং সাইরেং-তুইপুইবাড়ি পথগুলি উন্নীতকরণেও রাজ্যপাল কেন্দ্ৰের সমর্থন জানান। প্ৰধানমন্ত্ৰী তাঁকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়ে বলেন,রাজ্যের উন্নয়নে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে’-বলেন সরকারি কর্তাটি।