মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়ায় খনিতে আটকে পড়া ১৫ জন শ্রমিকের উদ্ধারের পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হতে চলেছে বৃহস্পতিবার। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে। গত ১৩ ডিসেম্বর র্যাট হোল খনিটিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সেনা, নৌসেনা এবং বায়ুসেনার সাহায্য প্রার্থনা করেই ওই মামলাটি দায়ের হয়েছে।
একই সঙ্গে আদিত্য এন প্রসাদ নামের এক আইনজীবীর দায়ের করা ওই জনস্বার্থ মামলায় কেন্দ্র এবং অন্যান্য কর্তৃপক্ষকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর স্থির করার নির্দেশ দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে। র্যাট হোল খনিগুলিকে সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারি করার বিষয়টিও উঠে আসতে পারে শুনানিতে।তবে টানা তিন সপ্তাহের চেষ্টা সত্ত্বেও প্রয়োজনীয় উপকরণের অভাবেই যে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি, এস বিষয়টা স্পষ্ট। রাজ্য তো বটেই কেন্দ্রীয় সরকারের তরফে যথাযথ পদক্ষেপের অভাব ছিল, সেই দাবিতেই সরব হয়ে দুই সরকারের বিরুদ্ধে জানস্বার্থ মামলাটি দায়ের করেছেন ওই আইনজীবী।