রাজ্যের খবর

মেঘালয়ের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী লাপাং কংগ্ৰেস ছাড়লেন

Sentinel Digital Desk

শিলং: মেঘালয়ের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ডনওয়া ডেথউইলসন লাপাং বৃহস্পতিবার কংগ্ৰেস থেকে ইস্তফা দিয়েছেন। লাপাং প্ৰায় চার দশক কংগ্ৰেসের সঙ্গে যুক্ত ছিলেন। লাপাঙের ইস্তফা উত্তর পূর্বাঞ্চলে বিরোধী কংগ্ৰেস দলের কাছে একটা বড় আঘাত। ২০১৯-এর লোকসভা ও মিজোরাম বিধানসভার নির্বাচন দোরগোড়ায়। তাই এ সময়ে লাপাঙের দল ছাড়ার ঘটনা কংগ্ৰেসের কাছে একটা বড় আঘাত বলেই মনে করা হচ্ছে।