রাজ্যের খবর

যোরহাটের চা বাগান এলাকায় বুনো হাতির ত্ৰাস

Sentinel Digital Desk

যোরহাটঃ গিবন অভয়ারণ্য থেকে বেরিয়ে আসা তিনটি হাতি গত বুধবার রাত থেকে ধোদর আলি রোডে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করে। কঠালগুড়িও দেশই বাগান এলাকায় চা গাছ নষ্ট করা ছাড়াও শ্ৰমিকদের ৭টি ঘর ভেঙে ফেলে হাতিরা।