রাজ্যের খবর

রঙিয়ায় এসএসবির রক্তদান শিবির

Sentinel Digital Desk

রঙিয়াঃ সশস্ত্ৰ সীমা বলের(এসএসবি)২৪ ব্যাটেলিয়ন ১৭ মে তাদের প্ৰতিষ্ঠা দিবসে গুয়াহাটি মেডিকাল কলেজ হাসপাতালের সাহায্যে রঙিয়ার হাহরায় একটি রক্তদান শিবিরের আয়োজন করে। এসএসবি কাম্পে শিবির উদ্বোধন করে ডিআইজি ডব্লিউ নরবো বলেন,রক্তদান জীবন বাঁচানোর সমতুল্য।