রাজ্যের খবর

শুরু হল ব্যাঙ্ক কর্মচারীর ধর্মঘটঃ ভোগান্তি গ্ৰাহকের

Sentinel Digital Desk

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের ডাকা দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ফলে শুক্ৰবার থেকে কার্যত ছুটির মরশুম শুরু হল ব্যাঙ্কগুলিতে। মাজে ২৪ ডিসেম্বর বাদ দিলে পাঁচদিনই বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাঙ্ক অফিসার ও কর্মচারীদের ১১তম বেতন চুক্তি নিয়ে টাল বাহানার প্ৰতিবাদে শুক্ৰবার সকাল থেকেই শুরু হল ধর্মঘট।

২২ ডিসেম্বর চতুর্থ শনিবার এবং তার পরের দিন ২৩ ডিসেম্বর রবিবার। ২৫ ডিসেম্বর বরদিনের ছুটি। ২৬ ডিসেম্বর আবার ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়নগুলির যৌথমন্ত্ৰ ইউনাইটেড ফরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের(ইউএফবিআই)ডাকে ধর্মঘট। অর্থাৎ এদিন থেকে টানা ছয় দিনের মধ্যে মাঝে ২৪ ডিসেম্বর ব্যাঙ্ক খোলা থাকবে। যার কারণে ভোগান্তির আশঙ্কা রয়েছে গ্ৰাহকদের। এআইবিওসি কর্মকর্তাগণ মানুষের তেমন ভোগান্তি হবে না বলে আসস্ত করলেও বাস্তবে ভোগান্তির আশঙ্কা রয়েছে। অন্যদিকে,এই কর্মবিরতির জেরে গুয়াহাটি মহানগর সহ অসমের বিভিন্ন স্থানে স্তব্ধ হয়ে পরেছে ব্যাঙ্কের কাজকর্ম।